প্রকাশিত: Tue, Dec 26, 2023 8:11 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

যেকোনো ধর্মীয় উৎসব আসলে হাতে গোনা কয়েকজন শিক্ষিত লোক মুসলমানদের ছোট করার প্রয়াস চালায়

শেখ আদনান ফাহাদ : যেকোনো ধর্মীয় উৎসব আসলে হাতে গোনা কয়েকজন শিক্ষিত লোক মুসলমানদের ছোট করার প্রয়াস চালায়। এই অঞ্চলে ইসলাম না আসলে তারা নিজেরাই যে অচ্ছুত থাকত এটা মনে রাখে না। এদের বুদ্ধিজীবিতা শুধু বিশেষ গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য। এই অঞ্চলে ইসলাম আসার ফলেই মূলত সাধারণ মানুষ, গরিব মানুষ সম্মানবোধ আর সম্মান ফিরে পেয়েছিল। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষই শান্তিতে থাকতে পারে। কারণ এখানকার মুসলমানদের প্রায় সবাই শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক।সাম্প্রদায়িকতা শুধু কিছু মুসলমানের চর্চার বিষয় না; সব ধর্মের মধ্যেই সাম্প্রদায়িক অপশক্তি আছে। হিন্দুদের যেমন বিজেপি, আরএসএস, শিবসেনা, তেমনি মুসলমানদের মধ্যেও আছে জামাত। এমনকি বৌদ্ধ ধর্মের মানুষজনও ভয়ংকর নৃশংসতা দেখিয়েছে মিয়ানমারে। 

খ্রিস্টানদের ইতিহাসও রক্তমাখা। তাহলে শুধু ইসলাম আর মুসলমানদের নিয়েই কেন এই কিছু পোষা বুদ্ধিজীবীর বড় বড় বক্তব্য? কারণ এরা এজেন্ট, এরা পেইড এজেন্ট। আবার আলেম নামধারী এক শ্রেণির হুজুর (সব হুজুর নয়) আছেন যারা তাঁদের বক্তব্য দিয়ে ক্রমাগত ইসলামের অপমান করে চলেছেন। ইসলাম সবাইকে ধারণ করার শিক্ষা দেয়, কাউকে বাদ দেওয়ার নয়। ফেসবুক থেকে